মহানগরের পর এবার জেলায় জেলায় যুগপৎ 'পদযাত্রা' কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। ২৫ ফেব্রুয়ারি সারা দেশের সব জেলায় একযোগে এ কর্মসূচি পালিত হবে।
আজ শনিবার বিকেলে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।
'বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দমন-নিপীড়নের প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী সব নেতা-কর্মীর মুক্তি এবং সরকারের পদত্যাগ, সংসদ বাতিলসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে' বিএনপিসহ বিভিন্ন দল ও জোট পদযাত্রা কর্মসূচির মধ্যে আছে।
গতকাল ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণে দুটি পদযাত্রা কর্মসূচি হয়। আজ ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেটসহ ১১টি মহানগরে পদযাত্রা কর্মসূচির আরেক পর্ব শেষ হয়েছে। এর মধ্যেই নতুন করে জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচির ঘোষণা এল। আজ মহানগরে পদযাত্রা কর্মসূচি থেকেও বিএনপির জ্যেষ্ঠ নেতারা ২৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
এর আগে ১১ ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করেছে বিএনপিসহ বিরোধী দলগুলো। এতে অন্তত ৪০টি জেলার বিভিন্ন ইউনিয়নে কর্মসূচিতে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছে বিএনপি।
আজ এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ঘোষিত পদযাত্রা সফল করে গণবিরোধী সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ে চলমান গণ-আন্দোলন সফল করার আহ্বান জানান।
No comments:
Post a Comment