৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রাজধানীতে - NEWS ROOM

Breaking

Post Top Ad

Sunday, April 16, 2023

৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রাজধানীতে


 ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রাজধানীতে

 

দেশের প্রায় ২৫ অঞ্চলের ওপর দিয়ে বইছে তীব্র থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এরমধ্যে রাজধানী ঢাকাসহ কিছু অঞ্চলে তাপমাত্রা নতুন রেকর্ড তৈরি করেছে। ১৯৬৫ সালে ঢাকায় ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এরপর এই প্রথম ৪০ দশমিক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলো শনিবার। মাঝখানের বছরগুলোয় এই পরিমাণ তাপমাত্রা আর ওঠেনি।   

এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে, চলতি সপ্তাহে সিলেটসহ কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমলেও তাপপ্রবাহ থাকবে মৃদু থেকে মাঝারিতেই।

 

গত ২৪ ঘণ্টায় ঢাকায় তাপমাত্রা উঠেছে ৪০ দশমিক ডিগ্রিতে। তার আগের ২৪ ঘণ্টায় ছিল ৪০ দশমিক ডিগ্রি সেলসিয়াস, গত বছরের মধ্যে সেটা সর্বোচ্চ তাপমাত্রা বলে জানায় আবহাওয়া অধিদফতর। এর আগে ২০১৪ সালে এপ্রিলে তাপমাত্রা উঠেছিল ৪০ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

 

 

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, এর আগে ঢাকায় ১৯৬৫ সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে ১৯৬০ সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ডিগ্রি সেলসিয়াসে। ফলে আজকের তাপমাত্রা গত ৫৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

তিনি জানান, ১৯৯৪ সালে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৪২ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

 

সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়, ৩৮ ডিগ্রি হলে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে বলা হয় তীব্র তাপপ্রবাহ। হিসাবে দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ।  আর ১৭ অঞ্চলের ওপর দিয়ে বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। 

সবচেয়ে কম তাপমাত্রা এখন সিলেটে, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকা ছাড়া রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক থেকে বেড়ে আজ ৩৬ দশমিক ডিগ্রিতে উঠেছে। এদিকে রাজশাহীতে আবার ৪০ দশমিক থেকে ডিগ্রি কমে ৩৯ দশমিক , সিলেটে ৩৬ দশমিক থেকে ডিগ্রি কমে ৩৪ দশমিক , ময়মনসিংহে ৩৭ দশমিক থেকে কমে ৩৬ দশমিক , চট্টগ্রামে ৩৭ দশমিক থেকে কমে ৩৫ দশমিক , খুলনায় ৪০ দশমিক থেকে কমে আজ ৩৯ দশমিক এবং বরিশালে ৩৯ দশমিক থেকে কমে ৩৮ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তাপ প্রবাহের বিষয়ে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 

No comments:

Post a Comment

Pages