অ্যামাজনের কর্মীদের সপ্তাহে তিন দিন সশরীর অফিস করতে হবে - NEWS ROOM

Breaking

Post Top Ad

Saturday, February 18, 2023

অ্যামাজনের কর্মীদের সপ্তাহে তিন দিন সশরীর অফিস করতে হবে

অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজনের কর্মীদের সশরীর অফিসে ফেরানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী মে মাসের ১ তারিখ থেকে সপ্তাহে অন্তত তিন দিন কর্মস্থলে উপস্থিত থাকতে হবে অ্যামাজনের কর্মীদের। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জ্যাসি নিজেই এ কথা জানিয়েছেন। খবর সিএনএনের

 

 

অ্যান্ডি জ্যাসি বলেন, 'সশরীর কর্মস্থলে এলে কাজের সমন্বয় ভালো হবে এবং কোম্পানির সংস্কৃতিতে ইতিবাচক প্রভাব রাখবে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা আমাদের কার্যালয়গুলোতে কর্মরত হাজার হাজার কর্মচারীকে ফিরিয়ে আনা সহজ ব্যাপার নয়, কিন্তু আমরা একটি ভালো পরিকল্পনা তৈরি করার জন্য সেই কাজ করতে যাচ্ছি।' জানি এটি প্রথমে ঠিকঠাক কাজ করবে না। তবে এই অভিজ্ঞতা সামনের মাসগুলোতে ক্রমাগত উন্নতি করার প্রয়াস জোগাবে। আমাদের আবাসন দল কাজগুলো সহজ করে তুলবে—বলেন অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি।

 

অ্যামাজনের প্রধান নির্বাহী আরও বলেন, কর্মচারীরা অফিসে আসা শুরু করলে সেখানকার স্থানীয় অর্থনীতিতে তার প্রভাব পড়বে।

এই সিদ্ধান্ত এমন একসময়ে এল, যখন প্রতিষ্ঠানটি বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে ১৮ হাজারের মতো কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কোম্পানিটির ৩ লাখ শক্তিশালী করপোরেট জনশক্তির প্রায় ৬ শতাংশ ছাঁটাইয়ের আওতায় পড়বে।

বৈশ্বিক করোনা সংকটের ফলে বাসা থেকে অফিস করার সুযোগ দিয়েছিল অনেক প্রতিষ্ঠান। অ্যামাজন এসব প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম।

 

No comments:

Post a Comment

Pages