চারদেয়ালে বন্দি সময়। কী বড়দের, কী শিশুদের। অফিস-বাসা কিংবা স্কুল–বাসা—এই তো জীবন। একঘেয়ে জীবনে ব্যস্ততা শেষে ঘরে ফেরার পর দুই দণ্ড বিনোদন দেয় টেলিভিশন। বড়রা অবসর সময়টুকু খেলা কিংবা বিনোদনমূলক অনুষ্ঠানই বেশি উপভোগ করেন। আর ছোটদের প্রিয় কার্টুন চ্যানেলগুলো। সংবাদ তো পরিবারের সবাই মিলেই দেখেন। পরিবারের প্রতিঘণ্টার এই সঙ্গীকেও বদলে নতুন টিভি কিনতে চাচ্ছেন কেউ। কেউবা নতুন সংসারের জন্য ঘরে আনবেন পছন্দের ব্র্যান্ডের টিভি। তবে টেলিভিশন কেনার আগে খেয়াল রাখতে হবে কিছু বিষয়।
ওয়ারেন্টি সম্পর্কে জানা
টিভি কেনার ক্ষেত্রে প্রথমেই দেখতে হবে এর ওয়ারেন্টির বিষয়টি। বর্তমান বাজারে যেসব টিভি পাওয়া যায়, সেগুলোতে দুই ধরনের ওয়ারেন্টি দেওয়া হয়। একটি হচ্ছে পার্টস ওয়ারেন্টি এবং অন্যটি সার্ভিস ওয়ারেন্টি। তাই যেখান থেকে টিভির পার্টসগুলোর ওয়ারেন্টি দেয়, সেখান থেকেই টিভি কেনা ভালো।
রেজল্যুশন
টিভি আমাদের অবসরের সঙ্গী, দিনের ক্লান্তি কাটানোর একটা মাধ্যম। কিন্তু দেখা গেছে, টিভি দেখতে বসে পরিবারের অনেকে ক্লান্তি অনুভব করেন। টিভির রেজল্যুশন সমস্যার জন্য এমনটা হয়। রেজল্যুশন যত বেশি হবে, তত স্পষ্ট ভিডিও দেখতে পারবেন সেই টিভির পর্দায়। বর্তমানে যেসব টিভি পাওয়া যায়, বেশির ভাগ ক্ষেত্রে সেগুলোর রেজল্যুশন হয়ে থাকে চার হাজার থেকে আট হাজারের মধ্যে। তাই রেজল্যুশনের দিকে নজর দিয়ে টিভি কেনা জরুরি।
সাউন্ড কোয়ালিটি
পছন্দের টিভিটির সাউন্ড কোয়ালিটি কেমন—কেনার আগে তা যাচাই করে নিতে হবে। ঘরে অডিও কিংবা বিরক্তি উৎপাদন করে এমন অডিও থাকলে টিভি দেখা তখন আর বিনোদন থাকবে না, বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াবে।
পোর্ট সংখ্যা
বর্তমানে স্মার্ট টিভিগুলো অনেক কাজের জন্য ব্যবহার করা হয়। যেমন ডিশকেব্ল, স্যাটেলাইট চ্যানেল, ওয়াই–ফাই ইত্যাদি। তাই টিভি কেনার আগে সব পোর্টসংখ্যা সঠিক আছে কি না, দেখে নিতে হবে।
বাজারে এখন স্মার্ট টিভির জয়জয়কার। ইলেকট্রোমার্ট লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার জুলহাক হোসাইন বলেন, 'ইন্টারনেট সুবিধাযুক্ত টিভিতে ভিডিও দেখার সুবিধা থাকায় অনেকেই এ টিভি কিনছেন। তবে এ টিভি কেনার আগে জেনে, বুঝে এবং মান দেখে কেনা উচিত। বাজারে অনেক নন–ব্র্যান্ডেড মানহীন টিভি আছে, যা চোখের ক্ষতি করে। কনকা টিভির ক্ষেত্রে আমরা গ্রাহকের এই দিকটির প্রতি নজর রেখেছি, যেন চোখের কোনো ক্ষতি না হয়।'
স্মার্ট টিভি কেনার সময় এর স্মার্ট ফিচারগুলো ভালো করে দেখে নেওয়া উচিত। বিশেষ করে টিভিটি কতটা ব্যবহারবান্ধব। র্যাম এবং রম কত জিবি, কী প্রসেসর ব্যবহার করা হয়েছে ইত্যাদি দেখতে হবে। জুলহাক হোসাইন আরও জানান, কনকা বাজারে নিয়ে এসেছে ভয়েস কন্ট্রোল নিয়ন্ত্রিত স্মার্ট টিভি। ফলে গ্রাহক কথা বলেই টিভিতে বিভিন্ন কমান্ড দিতে পারবেন। ইউটিউবে কোনো কনটেন্ট খুঁজতে রিমোটে টাইপ করতে হবে না। গ্রাহকের হ্যান্ডসেটে ইনস্টলকৃত ই-শেয়ার অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে স্মার্ট টিভি। ই-শেয়ার থেকে গ্রাহক তার সুবিধামতো কি রিমোট, টাচ রিমোট, মাউস ও এয়ার মাউস রিমোট ফরম্যাটগুলো বেছে নিতে পারবেন।
কোনো টিভির কেমন দাম
কোনো টিভি কেমন দামে পাওয়া যায়, সেটা কেনার আগে ধারণা রাখা ভালো। সিঙ্গারের বেসিক টিভির দাম ১৪ হাজার ৪৯০ টাকা থেকে শুরু। ক্রিস্টাল ইউএইচডি স্মার্ট টিভির দাম ১ লাখ ১০ হাজার টাকা। ট্রান্সটেক রাওয়া ৪৩ ইঞ্চি টিভির দাম ৪৪ হাজার ৯৯০ টাকা, ৩২ ইঞ্চি প্যানেল রেজল্যুশন টিভির দাম পড়বে ২১ হাজার ৫০০ টাকা, ৬৫ ইঞ্চি ফোরকে ইউএইচডির দাম ১ লাখ ৩৪ হাজার টাকা। ওয়ালটনের বেসিক এলইডির দাম ২০ হাজর ৪০০ টাকা, ফোরকে আল্ট্রা এইচডি টিভির দাম ৪৭ হাজার থেকে ১ লাখ ১০ হাজার টাকা। কনকার ৩২ ইঞ্চি এলইডি টিভি ১৮ হাজার এবং ৩২ ইঞ্চি স্মার্ট এলইডির দাম ২২ হাজার টাকা।
No comments:
Post a Comment