ইরানে একজন পুলিশপ্রধানকে গতকাল শুক্রবার ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। - NEWS ROOM

Breaking

Post Top Ad

Saturday, February 18, 2023

ইরানে একজন পুলিশপ্রধানকে গতকাল শুক্রবার ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইরানে একজন পুলিশপ্রধানকে গতকাল শুক্রবার ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিচার বিভাগ বলেছে, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইরানের ফারহিখতেগান পত্রিকার খবর বলছে, এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ তোলা হয় ওই পুলিশপ্রধানের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।

 

 

বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান অনলাইন বলেছে, গত ৩ ডিসেম্বর সামরিক ট্রাইব্যুনাল চাবাহার শহরের সাবেক পুলিশ কমান্ডার ইব্রাহিম কোচাকজাইকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন।

গত ৯ নভেম্বর কর্নেল কোচাকজাইকে নিয়ে খবর প্রকাশ করে ফারহিখতেগান পত্রিকা। ওই খবরে বলা হয়, ভাইকে হত্যার জন্য গত সেপ্টেম্বরে কোচাকজাই চাবাহারের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্দরে ১৫ বছরের এক কিশোরীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। খবর অনুসারে, ওই কিশোরীর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। জিজ্ঞাসাবাদের সময় কোচাকজাইয়ের সঙ্গে ওই কিশোরী একা ছিলেন। কোচাকজাইয়ের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় কোনো নজরদারি ক্যামেরাও ছিল না।

ফারহিখতেগান পত্রিকার খবরে সে সময় আরও জানানো হয়, বাড়িতে ফেরার পর ওই কিশোরী বলে, পুলিশ কমান্ডার তাকে ধর্ষণ করেছে।

 

কর্তৃপক্ষ এ ঘটনা তদন্তের নির্দেশ দেয়। তবে স্বাস্থ্য পরীক্ষক বলেন, কিশোরীকে ধর্ষণ করা হয়নি। পত্রিকার খবর অনুসারে, কিশোরীর পরিবার স্বাস্থ্য পরীক্ষকের মন্তব্য মেনে নিতে রাজি হয়নি।
এ ঘটনার পর সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান শহরে সংঘর্ষ ও বিক্ষোভ হয়েছে। চাবাহার এখানেই অবস্থিত।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সংখ্যালঘু বালুচ জনগোষ্ঠী বসবাস করে। প্রায়ই এখানে সহিংসতার ঘটনা ঘটে। জাহেদান ও চাবাহার শহরে ইরানের সংখ্যালঘু সুন্নি জনগোষ্ঠীর বসবাস।

তবে মিজান অনলাইনের খবরে বলা হয়েছে, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় কোচাকজাইকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের ভুয়া বিবৃতি, হুমকির কারণেও তাঁকে কারাদণ্ড দেওয়া হয়। মিজান অনলাইনের খবরে আরও বলা হয়েছে, কোচাকজাইয়ের বিরুদ্ধে থাকা আরও অভিযোগের তদন্ত চলছে।
সেপ্টেম্বরের বিক্ষোভের পর কর্তৃপক্ষ দুজন আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করেছে। তাঁদের মধ্যে জাহেদানের পুলিশপ্রধানও রয়েছেন।

 

No comments:

Post a Comment

Pages