দেশটা কাদের হাতে থাকবে - NEWS ROOM

Breaking

Post Top Ad

Tuesday, September 13, 2022

দেশটা কাদের হাতে থাকবে

 দেশটা কাদের হাতে থাকবে


নির্বাচন একটা হবে। নিয়মরক্ষার জন্যই এটা হতে হবে। ভোটের ফলাফল যা-ই হোক না কেন, এ দেশে নির্বাচনে প্রার্থীর আকাল পড়েনি কোনো দিন। দিন দিন দেশসেবকের সংখ্যা বেড়েই চলেছে। সবাই জনসেবা করতে মুখিয়ে আছেন। নির্বাচন না করেও যে সমাজসেবা ভালোভাবেই করা যায়, তার ভূরি ভূরি উদাহরণ আছে। কিন্তু নির্বাচনের আকর্ষণ অন্য রকম। এ এক সোনার হরিণ। ধরতে পারলে দশতলা দুর্গসম দালানটির বাসিন্দা হওয়া যায় কমপক্ষে পাঁচ বছর।

সামনে যে নির্বাচন আসছে, তা নিয়ে সম্ভাব্য প্রার্থীরা কতটুকু সিরিয়াস, তা বোঝা যাচ্ছে না। তবে তার একটা ড্রেস রিহার্সাল হয়ে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে। ঐতিহ্য বজায় রেখেই এখানে লাঠালাঠি, মারামারি ও খুনোখুনি চলছে। এখন তো ইউনিয়ন পরিষদের অনেক ক্ষমতা, অনেক বাজেট। এতে ভাগ বসাতে পারলে অর্থ, বিত্ত, প্রতিপত্তি সবই জুটবে। এমনকি বউ-শালীরা দুস্থ ও বিধবা ভাতা পাওয়ারও যোগ্য বলে বিবেচিত হবেন।

No comments:

Post a Comment

Pages